ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে বিএনপির ১০ নেতাকর্মী কারাগারে

প্রকাশিত: ১১:৪৫ এএম, ১৮ অক্টোবর ২০১৫

নাশকতার মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার দুপুরে বিএনপির নেতাকর্মীরা সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুপ্রিয়া রহমানের আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
এরা হলেন, উল্লাপাড়া উপজেলার বড়হর ইইনয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুস সামাদ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আজিজ মেম্বার, সাধারণ সম্পাদক কালু শেখ, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সুলতান মাহমুদ, ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোখদম আলী, বিএনপি কর্মী আব্দুল মান্নান, শহিদুল ইসলাম, বাচ্চু শেখ ও সুমন শেখ।

উল্লেখ্য, চলতি বছরের ৫ জানুয়ারি উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া ব্রিজ সংলগ্ন মহাসড়কের উপর অবস্থান নিয়ে যানবাহনে হামলা চালিয়ে ভাঙচুর ও নাশকতার কর্মকাণ্ড চালানো হয়। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. আকবর আলীসহ বিএনপি ও জামায়াতের প্রায় শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।

বাদল ভৌমিক/এমএএস/পিআর