নোয়াখালীতে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত
নোয়াখালীতে নতুন করে আরও তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬ জন। এদের মধ্যে মারা গেছেন দুইজন এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিনজন।
রোববার (১০ মে) সকালে নোয়াখালীর সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৬ মে নতুন আক্রান্তদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। শনিবার (৯ মে) রাতে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের এক ব্যাংক কর্মকর্তা, সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ভাংতি গ্রামের এক মাদরাসা শিক্ষক ও কোম্পানীগঞ্জে উপজেলার বসুরহাট পৌরসভার এক ব্যক্তি রয়েছেন।
সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান বলেন, নতুন আক্রান্তরা জ্বর ও কাশিতে ভুগছিলেন। খবর পেয়ে তাদের বাড়িতে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছিল।
মিজানুর রহমান/আরএআর/পিআর