ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদের আগে রাঙ্গামাটিতে কোনো মার্কেট খুলবে না

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৯:০৮ পিএম, ০৯ মে ২০২০

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলার অনুমতি দিলেও ঈদের আগে রাঙ্গামাটিতে কোনো মার্কেট খুলবে না বলে জানিয়েছেন জেলা ব্যবসায়ী নেতারা।

শনিবার (০৯ মে) রাঙ্গামাটির বৃহত্তর বাণিজ্যিক কেন্দ্র বনরূপা ও রিজার্ভ বাজারের সব মার্কেট এবং দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ী নেতারা।

এদিন বিকেলে বৃহত্তম বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতি কার্যালয়ে এক জরুরি সভা শেষে বনরূপা মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানানো হয়।

সভা শেষে প্রতিটি দোকানে দোকানে গিয়ে করোনা পরিস্থিতির জন্য আগামী ৩০ মে পর্যন্ত সব মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার ব্যাপারে দোকান মালিকদের অবহিত করেন সমিতির নেতারা।

রাঙ্গামাটির বৃহত্তম বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. আবু ছৈয়দ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব নিশ্চত করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা কঠিন হয়ে যাবে। একই সঙ্গে নিজের পরিবারের নিরাপত্তার কথা ভেবে সব মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। সরকারের কাছে একই সঙ্গে দাবি রাখছি, সব ব্যবসায়ীর তালিকা করে খাদ্য সাহায়তা দেয়ার জন্য।

ewid

রির্জাভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. বানু মিয়া বলেন, সরকার শপিংমল খোলা রাখার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে। কিন্তু কিছু ব্যবসায়ী এটার পক্ষে আবার কিছু ব্যবসায়ী বন্ধ রাখার পক্ষে। তবে আমরা সিন্ধান্ত নিয়েছি, ঈদের আগ পর্যন্ত রিজার্ভ বাজারের কোনো দোকানপাট খুলব না।

তবলছড়ি ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. জহির উদ্দিন বলেন, সরকার যে সময়ের জন্য খোলা রাখার কথা বলছেন, সেই সময় খোলা রাখা আর বন্ধ রাখা সমান কথা। তাও কেউ যদি সরকারের নির্দেশনা মোতাবেক খোলা রাখে; সেটা তারা নিজ দায়িত্বে খুলবেন।

সাইফুল/এএম/জেআইএম