ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনাভাইরাস ঠেকাতে মুন্সিগঞ্জে ৪১ বন্দির মুক্তি

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ০৯ মে ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মুন্সিগঞ্জে ৪১ বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। শনিবার (০৯ মে) দুপুরে তাদেরকে মুক্তি দেয়া হয়।

তারা সবাই তিন মাসের অধিক সময় কারাভোগ করেছেন। কেউ কেউ ছয় মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত। এদের কারও জরিমানা না থাকায় মুক্তি দেয়া হয়। তবে জরিমানার টাকার পরিশোধ করতে না পারায় আরও ২০ জনের মুক্তি আটকে আছে।

মুন্সিগঞ্জ কারাগার থেকে ৭১ জনকে মুক্তির আদেশ দিয়েছে সরকার। এর আগে আরও ১০ জনকে মুক্তি দেয়া হয়। ৩৬৩ জনের ধারণক্ষমতার মুন্সিগঞ্জ কারাগারে এতদিন ৭৬৩ বন্দি ছিলেন।

মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. নুরুন্নবী ভূঁইয়া বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগ থেকে লঘুদণ্ড মওকুফ করে ৭১ জনকে মুক্তির আদেশ দেয়া হয়। কারা কর্তৃপক্ষ ২০০ জনের তালিকা দিয়েছিল মন্ত্রণালয়ে। এর মধ্যে ৭১ জনের মুক্তির আদেশ দেয়। এর মধ্যে প্রথম দফায় একজন, দ্বিতীয় দফায় পাঁচজন এবং তৃতীয় দফায় ৬৫ জনকে মুক্তির আদেশ দেয়া দেয়া হয়। শনিবার দুপুরে ৪১ জনকে মুক্তি দেয়া হয়। তবে জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় বাকিদের মুক্তি দেয়া হয়নি। মামলার আদেশ অনুযায়ী জরিমানার টাকা পরিশোধ করলেই মুক্তি পাবেন তারা।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এমকেএইচ