ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৩:৪১ পিএম, ০৯ মে ২০২০

কুমিল্লায় নতুন করে আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যুর তালিকায় যোগ হয়েছে আরও একজন। এ নিয়ে সরকারি হিসাবে জেলায় মৃত্যু হয়েছে ৭ জনের। এছাড়াও এ পর্যন্ত জেলায় করোনা পজিটিভ ফলাফল এসেছে ১৫০ জনের।

নতুন করে মৃত ব্যক্তির নাম লিল মিয়া (৩৫)। তার বাড়ি জেলার দেবিদ্বার উপজেলায়। শনিবার দুপুরে এসব তথ্য জানান, সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।

তিনি আরও জানান, শুক্রবার রাতে ও শনিবার দুপুর পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট অনুসারে নতুন করে ১৬ জন আক্রান্তের মধ্যে দেবিদ্বারে ৪ জন, লালমাই ২, সিটি কর্পোরেশন ২, মুরাদনগর ৭ ও চৌদ্দগ্রাম উপজেলায় একজন রয়েছেন।

জেলার করোনার সর্বশেষ আপডেট বিষয়ে সিভিল সার্জন আরও বলেন, আজ পর্যন্ত কুমিল্লায় সংগ্রহকৃত তিন হাজার একটি নমুনার মধ্যে দুই হাজার ৭৮৯টি রিপোর্ট হাতে পাওয়া গেছে। এর মধ্যে মোট ১৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩১ জন এবং মারা গেছেন ৭ ব্যক্তি। আক্রান্ত ও মৃতের দিক থেকে শীর্ষে রয়েছে জেলার দেবিদ্বার উপজেলা। সেখানে এরই মধ্যে মারা গেছে ৬ জন।

এদিকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহাম্মদ কবীর জানান, বৃহস্পতিবার ভোর রাতে করোনার নানা উপসর্গ নিয়ে উপজেলার মোগসাইর গ্রামের ফল ব্যবসায়ী লিল মিয়া বাড়িতে মারা যান। তিনি ওই গ্রামের কিতাব আলী মেম্বারের ছেলে।

খবর পেয়ে ওইদিনই তার নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার সন্ধ্যায় পাওয়া রিপোর্টের ফলাফলে মৃত ওই ব্যক্তির করোনা পজিটিভ এসেছে।

তিনি আরও জানান, জেলায় করোনায় মোট মৃত ৭ জনের মধ্যে ৬ জনের বাড়িই দেবিদ্বারে। ওই উপজেলায় আজ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪১ জন।

কামাল উদ্দিন/এমএএস/জেআইএম