ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শ্রমিকদের জন্য খাবার নিয়ে হাজির এমপি সাদ এরশাদ

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০৯ মে ২০২০

চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন শ্রমজীবী বিভিন্ন পেশার মানুষ। বন্ধ হয়ে গেছে তাদের উপার্জনের পথ। কর্মহীন হয়ে চরম কষ্টে দিন কাটছে খেটে খাওয়া মানুষের। এ অবস্থায় অসহায় ও দুস্থ ৫৫ জন শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ।

শুক্রবার (৮ মে) দিবাগত রাত ১টার দিকে সহধর্মিণী মাহিমা এরশাদকে সঙ্গে নিয়ে সিটি বাজারে পণ্য লোড-আনলোডের কাজে নিয়োজিত ৫৫ জন শ্রমিকের মাঝে চাল, তেল, ডাল, চিড়াসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় সাদ এরশাদ বলেন, রংপুর নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান সিটি বাজার। যেখান থেকে রংপুরসহ বিভিন্ন এলাকার মানুষ প্রয়োজনীয় পণ্য কিনে থাকেন। আর এসব পণ্য রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে এখানে নিয়ে আসা হয়। বর্তমানে করোনাভাইরাসের কারণে এখানে পণ্য লোড-আনলোডের কাজে নিয়োজিত শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন। এই দুর্যোগে এসব শ্রমিকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই বোধ থেকেই অসহায় শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।

sad2

এদিকে শনিবার (৯ মে) সকালে নগরীর দর্শনা পল্লীনিবাস সংলগ্ন মকবুল হোসেন ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণে ১৫ নং ওয়ার্ডের ২৫০ জনসহ বিভিন্ন এলাকার ৫শ পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন সাদ এরশাদ। এছাড়াও বিকেলে নগরীর সিও বাজার এলাকায় চলমান করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠনে আর্থিক সহায়তা প্রদানের কথা রয়েছে তার।

জিতু কবীর/আরএআর/জেআইএম