ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মির্জাপুরে ৫ হাজার সুরক্ষা সামগ্রী দিল গণস্বাস্থ্য কেন্দ্র

মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ০৩:১৮ পিএম, ০৯ মে ২০২০

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ৬শ পিস পিপিই ও সু কাভারসহ ৪ হাজার ৯৮০টি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

শনিবার দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র পরিচালক (হেলথ এন্ড ট্রেনিং) একেএম রেজউল হক উপজেলা পরিষদ মিলনায়তনে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানমের হাতে এই সুরক্ষা সামগ্রী তুলে দেন।

এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদ চেয়ামর‌্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য সুরক্ষা সমাগ্রীর মধ্যে রয়েছে পিপিই গাউন ও সু কাভার ৬শ পিস, ৩ হাজার হ্যান্ড গ্লোবস, ১ হাজার ২শ পিস সার্জিক্যাল মাস্ক এবং ১৮০টি সানগ্লাস।

দ্বিতীয় পর্যায়ে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেয়া হবে বলে গণস্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র পরিচালক (হেলথ অ্যান্ড ট্রেনিং) একেএম রেজউল হক জানিয়েছেন।

এস এম এরশাদ/এফএ/জেআইএম