ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহী মেডিকেলের ল্যাব ইনচার্জের মা-ছেলের করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ১০:০৯ পিএম, ০৮ মে ২০২০

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) এক ল্যাব ইনচার্জের মা ও ছেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার নমুনা পরীক্ষার পর তাদের করোনা ধরা পড়ে।

ওই ল্যাব ইনচার্জ রাজশাহীতে থাকেন। তবে তার মা ও ছেলে থাকেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। এ ঘটনায় ল্যাব ইনচার্জকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী বলেন, শুক্রবার রামেকের করোনা ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে দুইজনের রিপোর্ট পজিটিভ এসেছে। দুইজনের মধ্যে একজন ল্যাব ইনচার্জের ১২ বছরের ছেলে। তার রিপোর্ট বৃহস্পতিবার পজিটিভ আসে। উপসর্গ দেখা দেয়ায় তার নমুনা পরীক্ষা করা হয়েছিল। প্রথম রিপোর্ট নিয়ে সন্দেহ দেখা দিলে শুক্রবার আবারও পরীক্ষা করা হয়। একই সঙ্গে ওই ল্যাব ইনচার্জের মায়েরও নমুনা পরীক্ষা করা হয়। তারও রিপোর্ট আসে পজিটিভ।

রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক সাবেরা গুলনাহার বলেন, ওই ল্যাব ইনচার্জ রাজশাহী শহরে থাকেন। তার পরিবার থাকে নাচোলে। তিনি প্রতি সপ্তাহে গ্রামের বাড়ি যেতেন। তার করোনা পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট নেগেটিভ। তার স্ত্রীর রিপোর্টও নেগেটিভ। কিন্তু তার মা-ছেলের করোনা পজিটিভ।

রামেকের অধ্যক্ষ ডা. নওশাদ আলী জানিয়েছেন, ল্যাবে কর্মরত চিকিৎসক ও টেকনোলজিস্টসহ সংশ্লিষ্ট সবারই নমুনা পরীক্ষা করা হবে।

স্বাস্থ্য দফতরের হিসেবে, এই দুজনসহ চাঁপাইনবাবগঞ্জে করোনা রোগীর সংখ্যা এখন ১৫। রাজশাহী বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে নওগাঁয়। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে জয়পুরহাটে। বগুড়ায় করোনা রোগীর সংখ্যা ৩০ জন।

গত চারদিন করোনা সংক্রমণ ধরা পড়েনি রাজশাহী, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জে। এ পর্যন্ত রাজশাহীতে ১৭ জন, নাটোরে ১০ জন, পাবনায় ১৩ জন এবং সিরাজগঞ্জে তিনজনের করোনা শনাক্ত হয়েছে।

ফেরদৌস সিদ্দিকী/এএম/পিআর