মাগুরায় করোনাভাইরাস : পুলিশসহ আরও তিনজন আক্রান্ত
মাগুরায় পুলিশ সদস্যসহ নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (০৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এদের মধ্যে দুইজনের বাড়ি মাগুরা সদর উপজেলায়। অপরজনের বাড়ি শ্রীপুর উপজেলায়। মাগুরার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, শুক্রবার নতুন করে করোনায় আক্রান্ত তিনজনের মধ্যে একজন পুলিশ সদস্য। বর্তমানে মাগুরা পুলিশ লাইনসের কোয়ারেন্টাইনে আছেন তিনি।
অপরজন কলেজপাড়ার বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন। অন্যজনও শ্রীপুর উপজেলার বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন। গত বৃহস্পতিবার পাঁচজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে শুক্রবার তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে মাগুরায় আটজন করোনায় আক্রান্ত হলেন।
আরাফাত হোসেন/এএম/জেআইএম