ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মির্জাপুরে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত, ২৫ বাড়ি লকডাউন

মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ০৩:১৯ পিএম, ০৮ মে ২০২০

টাঙ্গাইলের মির্জাপুরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। শুক্রবার (৮ মে) নতুন করে আরও একজন (৫৯) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তিনি কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে মির্জাপুরে গ্রামের বাড়ি ফেরেন। এ নিয়ে মির্জাপুরে করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল আটজন। নতুন আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের ২৫টি বাড়ি লকডাউন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্ত ব্যক্তিসহ চারজন গত কয়েকদিন আাগে নারায়ণগঞ্জ থেকে মির্জাপুরে গ্রামের বাড়িতে আসেন। খবর পেয়ে মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য বিভাগ ওই চারজনসহ ১৬ জনের নমুনা সংগ্রহ করে বুধবার (৬ মে) ঢাকায় পাঠায়। শুক্রবার তাদের মধ্যে ওই ব্যক্তির করোনায় আক্রান্তের বিষয়টি জানতে পারে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত ব্যক্তিকে সকালেই টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মির্জাপুরে আক্রান্ত আটজনের মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, একজন মারা গেছেন, একজন বাড়িতে আইসোলেশনে এবং বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, নতুন আক্রান্ত ব্যক্তিকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাড়িসহ আশপাশের ২৫টি বাড়ি লকডাউন করা হয়েছে। ওইসব বাড়িতে সরকারিভাবে খাদ্য সহায়তা দেয়া হবে।

এস এম এরশাদ/আরএআর/জেআইএম