ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কালীগঞ্জে জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে শোভাযাত্রা

প্রকাশিত: ০৮:১৪ এএম, ১৮ অক্টোবর ২০১৫

‘ইঁদুর ধরুন, ইঁদুর মারুন, ইঁদুর মুক্ত খামার গড়ুন’ এ স্লোগানকে সামনে রেখে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৫ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা। এসময় আরো বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দীন সর্দার, ইউপি চেয়ারম্যান গোলাম রসুল, কৃষকলীগ নেতা আমিনুর রহমান তপু, কৃষক আসাদুজ্জামান প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, প্রতি বছর দেশে উৎপাদিত ফসলের ১০ থেকে ১২ শতাংশ ফলস ইঁদুরে নষ্ট করে। এছাড়া জমির দলিল, বাড়ির মূল্যবান কাগজপত্র, ক্ষেতের ফসলসহ প্রভৃতি নষ্ট করে। চলতি বছর জেলা পরিষদের প্রশাসক ঝিনাইদহ জেলায় ইঁদুর নিধনের জন্য দেড় লক্ষ টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন। যারা বেশি ইঁদুর নিধন করে রেকর্ড সৃষ্টি করবেন তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, কৃষক, কৃষাণি, ছাত্র-ছাত্রী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরাফাতুজ্জামান/এমজেড/আরআইপি