ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে করোনার উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে আসা শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০১:৫৪ পিএম, ০৮ মে ২০২০

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রাইগ্রামে মছির উদ্দিন (৬৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) গভীর রাতে সতর্কতার সঙ্গে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য বাবুল হোসেন জানান, মছির উদ্দিন নারায়ণগঞ্জের একটি লোহার কারখানায় শ্রমিকের কাজ করতেন এবং তার স্ত্রী গার্মেন্টসে কাজ করতেন। তিনি গত দুইদিন আগে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে সস্ত্রীক তার নিজ গ্রামে আসলে গ্রামবাসীদের বাধার মুখে তিনি বাড়িতে ঢুকতে পারেননি। পরে তাকে রাইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়। বৃহস্পতিবার বিকেলে সেখানেই তার মৃত্যু হয়। গভীর রাতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

janaja2

পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. শহীদ হোসেন বলেন, মৃত ব্যক্তিসহ তার পরিবারের চারজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। শুক্রবার সকালে সংগ্রহ করা নমুনাগুলো বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হবে।

রাশেদুজ্জামান/আরএআর/জেআইএম