ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় ঈদ কেনাকাটার জন্য খুলছে দোকানপাট

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ১০:১৭ পিএম, ০৭ মে ২০২০

 

ঈদকে সামনে রেখে কেনাকাটার জন্য সীমিত পরিসরে মার্কেট খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তকে ঘিরে সাতক্ষীরায় ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। একদিকে করোনা আতঙ্ক অন্যদিকে ঈদ বাজার। তবে সরকারি সিদ্ধান্তে তারা দোকানপাট খোলা রাখবেন। যদিও সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করেই অনেক দোকানপাট ইতোমধ্যে খুলে রেখেছেন অনেক ব্যবসায়ী।

সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু বলেন, সরকারি নির্দেশনা আসলে অবশ্যই সেটি ব্যবসায়ীদের মানতে হবে।

অনেক কাপড় ব্যবসায়ীর অভিমত, করোনা কাপড়ের মাধ্যমেও ছড়াতে পারে। অনেকে জামা-কাপড় বা জুতা কিনতে এসে ট্রায়াল দেবে। একটি পছন্দ না হলে খুলে আবার অন্যটা নেবে। সেক্ষেত্রে কার শরীরে কি রয়েছে সেটি ব্যবসায়ীরা বুঝতে পারবে না। তবে সরকার দোকান খোলার সিদ্ধান্ত দিলে ব্যবসায়ীদের কিছু করার থাকে না।

এদিকে, ঈদ কেনাকাটার জন্য ব্যবসায়ীদের দোকানপাট খোলার ব্যাপারে ব্যবসায়ী বিভিন্ন সংগঠনের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক (ডিসি) এস.এম মোস্তফা কামাল।

সভায় সিদ্ধান্ত হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকাল ১০টা বিকেল ৪টা পর্যন্ত মার্কেটগুলো সীমিত পরিসরে খোলা থাকবে। প্রত্যেকটি দোকানে ব্যবসায়ীর ব্যবস্থাপনায় জীবাণুনাশক ব্যবস্থা থাকতে হবে। এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিত করে বিকিকিনি করতে হবে।

সাতক্ষীরার কলকাতা বাজার সুপার শপের মালিক অসীম কুমার বলেন, জেলার সুপার শপের মালিক, বিভিন্ন ট্রেড ইউনিয়নের সভাপতি, চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুসারে ব্যবসায়ীরা তাদের দোকানপাট খোলা রাখবেন। ব্যবসায়ীদের দাবি ছিল, কেনাকাটার সময়টা একটু বাড়ানোর। তবে জেলা প্রশাসক জানিয়েছেন, সেটি সম্ভব নয়।

আকরামুল ইসলাম/এএম/এমকেএইচ