ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‌মির্জাপুরে পরিচ্ছন্নকর্মীসহ দুইজনের করোনা শনাক্ত

মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ০৮:২৩ পিএম, ০৭ মে ২০২০

টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক পরিচ্ছন্নকর্মীসহ নতুন করে আরও দুইজনের করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মির্জাপুরে সাতজন করোনায় আক্রান্ত হলেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত সোমবার (৪ মে) ওই দুজনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগের কর্মীরা। মঙ্গলবার (৫ মে) তাদের সংগৃহীত নমুনা ঢাকার রোগতত্ব ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। বৃহস্পতিবার তাদের করোনা শনাক্তের খবর পায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

আক্রান্তদের মধ্যে রয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক পরিচ্ছন্নকর্মী এবং অপরজন গোড়াই এলাকার এক নির্মাণ শ্রমিক। নির্মাণ শ্রমিকের বাড়ি লালমনিরহাট। তিনি গোড়াই নাজিরপাড়া তোফাজ্জল হোসেনের ভাড়া বাসায় থেকে কাজ করেন।

এদিকে করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রচার হলে তিনি গা ঢাকা দেন। তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তার মোবাইল যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত ২৭৭ জনের নমুনা সংগ্রহ করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে এক স্বাস্থ্যকর্মীসহ করোনা শনাক্ত হলো সাতজন। আক্রান্ত সাতজনের মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একজন মারা গেছেন। একজন বাড়িতে আইসোলেশনে এবং অপরজন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, নতুন আক্রান্ত দুজনকেই টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডরমেটরি লকডাউন করা হয়েছে।

এস এম এরশাদ/এমএএস/পিআর