ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে হবে ফেনীর করোনাভাইরাসের নমুনা পরীক্ষা

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৪:০৮ পিএম, ০৭ মে ২০২০

এবার ফেনীতে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে রোগীদের নমুনা পরীক্ষা হবে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য বিভাগের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এর আগে ফেনী থেকে সংগৃহীত নমুনা চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ও ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে পাঠানো হতো। দু’চারদিনের মধ্যে ল্যাবটি চালু হওয়ার কথা রয়েছে।

সূত্র আরও জানায়, গত ২৬ এপ্রিল নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে এই সেবা চালুর জন্য স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপারিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত একটি চিঠি অধ্যক্ষের কাছে আসে। চিঠিতে বলা হয়, এই ল্যাবে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ভোলার সংগৃহীত নমুনা পরীক্ষা করা হবে।

এ বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগের করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্নয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের জানানো হয়নি। সিদ্ধান্ত পেলে জানানো হবে।

ফেনী জেলা বিএমএ’র সভাপতি অধ্যাপক ডা. সাহেদুল ইসলাম কাওসার বলেন, চট্টগ্রামে দুটি ল্যাবে নমুনা পরীক্ষার অত্যাধিক চাপের কারণে ফলাফল পেতে দেরি হয়। নোয়াখালীতে করোনার পরীক্ষা হলে একটি দিকে সময়ও বাঁচবে অন্যদিকে বিলম্বে ফল পাওয়ার সমস্যা সমাধান হবে।

ফেনীতে এ পর্যন্ত ৪৯৫ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। বিআইটিআইডি ও ভেটেরিনারি থেকে ৩০৬ জনের নমুনা প্রতিবেদন আসে। এর মধ্যে সাতজনের পজিটিভ ও অন্যদের নেগেটিভ প্রতিবেদন আসে।

ফেনীর চার উপজেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাতজন। এদের মধ্যে ছাগলনাইয়ায় দুইজন, দাগরভূঞায় তিনজন, সোনাগাজীতে একজন ও ফুলগাজীতে একজন।

এদিকে বুধবার সকালে ফেনী ট্রমা সেন্টার থেকে করোনা আক্রান্ত সোনাগাজীর এক যুবক ও ছাগলনাইয়ার এক যুবক ছাড়পত্র পেয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের ১৪ দিন হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে।

রাশেদুল হাসান/এএম/এমকেএইচ