নীলফামারীতে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট চলছে
নীলফামারী জেলার সকল রুটে রোববার সকাল ছয়টা থেকে সকল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট চলছে। মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘটে নীলফামারীর সঙ্গে আশপাশের সকল জেলার সঙ্গে পরিবহন যোগাযোগ বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে জেলার সাধারণ বাসযাত্রীসহ মালামাল পরিবহনকারীরা।
সকাল থেকে রিকশা, ভ্যানসহ বিকল্প পরিবহনে এসব জেলায় যাতায়াতসহ মালামাল পরিবহন করা হচ্ছে। সড়ক, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে তিন চাকার রেজিস্ট্রেশন বিহীন পরিবহণ চলাচল বন্ধসহ তিন দফা দাবিতে শনিবার দুপুর ১২টায় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে মালিক-শ্রমিক সমাবেশ এই পরিবহনে ধর্মঘটের ডাক দেয় জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব ও জেলা মোটর মালিক গ্রপের সাধারণ সম্পাদক সামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মোটর মালিক-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মমতাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা দেন জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সহসভাপতি সাহিদ হোসেন রুবেল, জেলা মোটর মালিক-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী, সদর উপজেলা মোটর মালিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ান মজিবুদ্দৌলা জকি প্রমুখ।
জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব ও মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সামসুল হক জাগো নিউজকে বলেন, জেলার সড়ক, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে রেজিস্ট্রেশনবিহীন তিন চাকার অবৈধ যানবাহন নছিমন, করিমন, ভটভটি, ব্যাটারিচালিত ইজি বাইক, অটোরিকশা অবাধে চলাচল করছে। এতে করে ভারি যানবাবহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে নানা দুর্ঘটনা ঘটছে। এসব বন্ধের দাবি ছাড়াও ডোমারে উল্লাস পরিবহনের চালক জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করায় তাকে নিঃশর্তে মুক্তি এবং ঠাকুরগাঁও জেলায় নীলফামারীর মেহেরুন পরিবহন ভাঙচুর করে ওই জেলার মালিক-শ্রমিকরা তাদের বিচারের দাবিতে ইতোপূর্বে এসব বিষয়ে প্রশাসনকে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা গৃহিত হয়নি। ফলে আমরা বাধ্য হয়ে আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পরিবহন ধর্মঘটের ডাক দেই।
ধর্মঘট চলাকালে জেলার ১৯টি রুটসহ জেলার ওপর দিয়ে দুরপাল্লা রুটে বাস, মিনিবাস, ট্রাকসহ সড়ক পরিবহন মালিকদের সকল পরিবহন বন্ধ রয়েছে।
রোববার সন্ধ্যায় ধর্মঘট শেষে সংগঠনের সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে পরবর্তী কর্মসূচির ঘোষণা করা হবে।
জাহেদুল ইসলাম/এমজেড/পিআর