টাঙ্গাইলে ওসিসহ আরও ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত
টাঙ্গাইলে পুলিশের ওসি ও স্বাস্থ্য সহকারীসহ নতুন করে আরও ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ধনবাড়িতে তিনজন, গোপালপুরে দুইজন, ভূঞাপুরে একজন, কালিহাতীতে দুইজন, দেলদুয়ারে দুইজন এবং মির্জাপুরে দুইজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ জন।
বৃহস্পতিবার (৭ মে) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, টাঙ্গাইল থেকে গত মঙ্গলবার ও বুধবার যেসব নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে ১২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে গোপালপুর থানা পুলিশের ওসি, ধনবাড়ি উপজেলার তিনজন স্বাস্থ্য সহকারী (কমিউনিটি ক্লিনিক হেলথ প্রোভাইডার) ও মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন পরিচ্ছন্নতা কর্মীও রয়েছেন। নতুন আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
আরিফ উর রহমান টগর/আরএআর/পিআর