ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনা নিয়ে ঢাকা থেকে চাঁদপুরে যুবক, বাড়ি লকডাউন

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ১০:৩৬ এএম, ০৭ মে ২০২০

চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের শাহারপাড় গ্রামের এক যুবক (৩৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (৬ মে) বিকেলে কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা সরেজমিনে গিয়ে আক্রান্ত ওই যুবকের বাড়ি লকডাউন ঘোষণা করেছেন।

কচুয়া উপেজলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, কচুয়ার শাহারপাড় গ্রামের ওই যুবকের ঢাকায় ফার্মেসি রয়েছে। সম্প্রতি ঢাকায় তার নমুনা পরীক্ষার পর পজিটিভ রিপোর্ট শুনে তিনি গত ৩০ এপ্রিল রাতে কচুয়ার নিজ বাড়িতে চলে আসেন। খবর পেয়ে বুধবার বিকেলে কচুয়া উপজেলার সহকারী কমশিনার (ভূমি) একি মিত্র চাকমা ওই যুবকের বাড়িটি লকডাউন ঘোষণা করেন।

এ সময় ইউপি চেয়ারম্যান মো. শাহরিয়ার শাহীন, ইউপি সদস্য মো. জহির মোল্লাসহ কচুয়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ইকরাম চৌধুরী/আরএআর/জেআইএম