ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে আজ ৯ জনের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ০৬ মে ২০২০

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে চাঁপইনবাবগঞ্জে মোট ১১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হলো।

বুধবার (৬ মে) রাতে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠানো নমুনার মধ্যে ৮৪ জনের রিপোর্ট এসেছে। এরমধ্যে ৯ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। করোনা শনাক্ত ৯ জনের মধ্যে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৩ জন, নাচোল উপজেলায় ৩ জন, ভোলাহাট উপজেলায় ২ জন ও শিবগঞ্জ উপজেলায় ১ জন।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ সদরে ২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। আর আজকের ৯ জনসহ জেলায় মোট শনাক্ত দাঁড়াল ১১ জনে।

আব্দুল্লাহ/এফএ/এমকেএইচ