সাভারে আরও ১৮ জনের করোনা শনাক্ত
রাজধানীর সাভার উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬২ জনে। যাদের মধ্যে অধিকাংশই পোশাক শ্রমিক।
বুধবার বিকেলে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সাভারের বিভিন্ন এলাকা থেকে ৫৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এদের মধ্যে থেকে ১৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের ইতোমধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও পর্যায়ক্রমে নমুনা সংগ্রহ করা হবে।
আল-মামুন/এফএ/এমকেএইচ