ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনাভাইরাস : চাঁদপুরে চালু হলো ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স-সেবা

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৬:১০ পিএম, ০৬ মে ২০২০

করোনাভাইরাস পরিস্থিতিতে অসুস্থ রোগীদের স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষ্যে চাঁদপুরে প্রথমবারের মতো চালু হয়েছে ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স-সেবা।

বুধবার (০৬ মে) দুপুরে শাহরাস্তি উপজেলা পরিষদে টেলি কনফারেন্সের মাধ্যমে ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স-সেবার উদ্বোধন করেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম)।

Chandpur-(2).jpg

বুধবার বিকেল থেকে জেলার শাহরাস্তি উপজেলায় লকডাউনে থাকা সাধারণ মানুষ ফোন করলেই দুটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীদের এ সেবা দেয়া হবে।

শাহরাস্তি উপজেলা পরিষদের সহযোগিতায় ও সূচিপাড়া উত্তর এবং সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের অর্থায়নে এ অ্যাম্বুলেন্স-সেবা কার্যক্রম চালু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার ও পৌর মেয়র আব্দুল লতিফ।

ইকরাম চৌধুরী/এএম/এমএস