ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে পূজামণ্ডপের নিরাপত্তায় ১৯ হাজার আনসার

প্রকাশিত: ০৩:০১ এএম, ১৮ অক্টোবর ২০১৫

রাজশাহী বিভাগের ৩ হাজার ২৫৩টি পূজামণ্ডপে অন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকছে ১৯ হাজার আনসার সদস্য। আগামী ১৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন তারা।

সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে আগামী ১৯ অক্টোবর থেকে। সরকারি সিদ্ধান্তে আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল নাজিম উদ্দিন পিএসসির নেতৃত্বে দেশব্যাপি পূজামণ্ডপে পুরুষ ও নারী মিলে ১ লাখ ৬১ হাজার ৩৮৮ জন সাধারণ আনসার মোতায়েনের সকল প্রস্তুতি ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রাজশাহী বিভাগের ৩ হাজার ২৫৩টি পূজামণ্ডপে অন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকছে ১৯ হাজার আনসার সদস্য।

অধিক ঝুঁকিপূর্ণ প্রত্যেক পূজামণ্ডপে ১ জন প্লাটুন কমান্ডার (পিসি) ও ১ জন এসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডার (এপিসি) এর নেতৃত্বে ৪ জন পুরুষ ও ২ জন নারী আনসার নিয়োজিত থাকবে। আর ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে ১ জন এপিসির নেতৃত্বে ৩ জন পুরুষ ও ২ জন নারী আনসার দায়িত্ব পালন করবে। অপরদিকে সাধারণ পূজামণ্ডপে ১ জন এপিসির নেতৃত্বে থাকবে ১ জন পুরুষ ও ২ জন নারী আনসার।

শনিবার রাতে আনসার ভিডিপির রাজশাহী রেঞ্জ কার্যালয়ে কর্মরত গণসংযোগ সহকারী শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  

রেঞ্জ পরিচালক পবিত্র কুমার সাহার নেতৃত্বে রাজশাহী বিভাগের ৮ জেলার ৩ হাজার ২৫৩টি পূজামণ্ডপে পুরুষ ও নারী আনসার নিয়োগ দেয়া হয়েছে ১৮ হাজার ৮৮০ জন।

এর মধ্যে রাজশাহী মহানগরীর ৭১টিসহ জেলার ৪১৩টি পূজামণ্ডপে ২ হাজার ৩১০ (মহানগরীর ৪২০ জন), চাঁপাইনবাবগঞ্জে ১২১টি পূজামণ্ডপে ৭০৪, নওগাঁয় ৭০৭টি মণ্ডপে ৪ হাজার ১১৪, নাটোরে ৩৪৬টি মণ্ডপে ২ হাজার ২২ জন, পাবনায় ৩৩৪টি মণ্ডপে ২ হাজার ৯৮ জন, সিরাজগঞ্জে ৪৫৪টি মণ্ডপে ২ হাজার ৬০০ জন, বগুড়ায় ৬০৫টি মণ্ডপে ৩ হাজার ৪০৬ জন ও জয়পুরহাটে ২৭৩টি মণ্ডপে ১ হাজার ৬২০ জন আনসার নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

এবারে বিভাগের ৮ জেলায় অধিক ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপের সংখ্যা ৯৪৫টি। এর মধ্যে মহানগরীর ১৩টিসহ রাজশাহীর ৭১, চাঁপাইনবাবগঞ্জে ৩৭, নওগাঁয় ২১১, নাটোরে ১০৭টি, পাবনায় ১৩৯, সিরাজগঞ্জে ১৪০, বগুড়ায় ১৪৩ ও জয়পুরহাটে ৮৪ পূজামণ্ডপকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।  

শাহরিয়ার অনতু/এসএস/এমএস