টিফিনের জমানো টাকা ত্রাণ তহবিলে দিল মমতা
টিফিনের টাকা জমিয়ে নওগাঁ জেলা প্রশাসকের করোনা ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছে খুদে শিক্ষার্থী মমতা মাহমুদ মায়া। মমতা নওগাঁর বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ৪র্থ শ্রেণির ছাত্রী।
মঙ্গলবার (০৫ মে) দুপুরে মমতার জমানো টাকার প্লাস্টিকের ব্যাংকটি নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়ের হাতে তুলে দেয়া হয়। গ্রামের বাড়ি মান্দা উপজেলার বৈলশিং গ্রামে হলেও বর্তমানে নওগাঁ শহরে সপরিবারে বসবাস করছে মমতা।
সারা বিশ্বে করোনাভাইরাসে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বাংলাদেশে করোনাভাইরাসের প্রভাবে গত এক মাস ঘরবন্দি মানুষ। প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে করোনা সচেতনতামূলক প্রচারপত্র বিলি ও মাইকিং করা হয়। করোনা থেকে রক্ষা পেতে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
গত এক মাস হোম কোয়ারেন্টাইনে থাকায় অসহায় হয়ে পড়েছে দরিদ্ররা। সরকার, বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ দিয়ে দরিদ্রদের সহযোগিতা করা হচ্ছে। ইতোমধ্যে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গান্ধীগাঁও গ্রামের ভিক্ষুক নাজিমুদ্দিন নিজের জমানো ১০ হাজার টাকা খাদ্য সহায়তার জন্য উপজেলা প্রশাসনের তহবিলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ঠিক তার মতোই অসহায় মানুষদের সহযোগিতা করতে টিফিনের জমানো টাকা ত্রাণ তহবিলে দিয়েছে নওগাঁর স্কুলছাত্রী মমতা মাহমুদ মায়া।
গত এক বছরে প্লাস্টিকের ব্যাংকে তার জমানো টাকার পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৪৫৮ টাকা। শুধু টাকা জমানোই নয়, রমজানে প্রতিবেশীদের ইফতারও দেয় মমতা। খুদে স্কুলছাত্রী বছর শেষে জমানো টাকা অন্য কাজে ব্যয় করতে পারতো। কিন্তু তার ছোট মাথায় জেগেছে মানবসেবা।
স্কুলছাত্রী মমতা মাহমুদ মায়া জানায়, তৃতীয় শ্রেণিতে পড়ার সময় বাবা একটি প্লাস্টিকের ব্যাংক কিনে দেন। গত এক বছর ধরে টিফিনের টাকা বাঁচিয়ে এবং বিভিন্ন সময় উপহারের টাকা ব্যাংকে জমা করি। টিভিতে খবরে দেখছি করোনার কারণে মানুষ অসহায় হয়ে পড়েছে। বাবাকে বললাম আমার জমানো টাকা সরকারকে দিয়ে দেব। বাবাও রাজি হয়ে গেলেন। পরে বাবা জেলা প্রশাসকের কাছে আমাকে নিয়ে গেলেন। তার কাছে আমার ব্যাংকটি জমা দিলাম। এতে আমার অনেক ভালো লাগছে।
নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায় বলেন, সরকারের সাহায্যের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও আমাদের তহবিলে সাহায্যের অনুরোধ করছি। স্কুলছাত্রী মমতা এক বছরের জমানো অর্থ আমাদের তহবিলে দিয়েছে। এটি নিঃসন্দেহে উজ্জ্বল দৃষ্টান্ত। যা অনুকরণীয় হয়ে থাকবে। তার ভবিষ্যত জীবনের জন্য মঙ্গল বয়ে আনবে। আমি তার সুস্বাস্থ্য কামনা করি।
মমতা টাকার ব্যাংক জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন- নওগাঁর সিনিয়র সহকারী কমিশনার এসএম হাবিবুল হাসান, মমতার বাবা মোহনা টিভির নওগাঁ জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল।
আব্বাস আলী/এএম/এমএস