টাঙ্গাইলে স্বামী-স্ত্রীসহ পাঁচজন করোনায় আক্রান্ত
টাঙ্গাইলে স্বামী-স্ত্রীসহ আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৩২ জনে। মঙ্গলবার (০৫ মে) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে রয়েছেন জেলার দেলদুয়ার উপজেলার পাথরাইলে ইউনিয়নের চিনাখোলা গ্রামে মুন্সিগঞ্জফেরত এক এনজিওকর্মী ও আটিয়া ইউনিয়নের চালা-আটিয়া গ্রামের সাভারফেরত ঠিকাদার, তার সংস্পর্শে আসা স্ত্রী এবং মির্জাপুর উপজেলার দুইজন বাসিন্দা।
সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান বলেন, সোমবার জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৫৩টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার সকালে ঢাকা থেকে পাঁচজনের করোনা পজিটিভের বিষয়টি জানানো হয়। সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য বিভাগ আক্রান্তের ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে।
এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৩২ জনে। এদের মধ্যে ঢাকায় দুইজনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যেই সাতজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
আরিফ উর রহমান টগর/এএম/পিআর