ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামে বিজিবি মোতায়েন

প্রকাশিত: ০২:৪২ পিএম, ১৭ অক্টোবর ২০১৫

দুর্গাপূজা উপলক্ষে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মহানগরী ও জেলায় শনিবার সন্ধ্যা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলা এবং নগরীতে মিলিয়ে মোট ১০ প্লাটুন বিজিবি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাঠে থাকবে বলে জানা গেছে। একই সময়ে পটিয়া, সীতাকুণ্ড ও হাটহাজারীতে মোট তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

২৮ ব্যাটেলিয়ন বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল এমারত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সদর দফতরের নির্দেশে নগরী ও জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

রোববার সকাল থেকে নগরীতে আরও তিন প্লাটুন এবং জেলায় আরও এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। সব মিলিয়ে পূজা উপলক্ষে চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে ২৮ ব্যাটেলিয়ন বিজিবি।

এছাড়া পূজা উপলক্ষে নগরী ও জেলায় সর্বোচ্চ সংখ্যক পুলিশ এবং আনসার মোতায়েনেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পূজা উপলক্ষে বিভিন্ন বৈঠকে চট্টগ্রামের পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহমেদসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ফেসবুকে গুজব ছড়িয়ে মণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির আশংকা প্রকাশ করেছেন।

প্রশাসনের শীর্ষ পর্যায়ে এ ধরনের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই বিজিবি মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জীবন মুছা/এএইচ/আরআইপি