ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মৃত্যুর তিনদিন পর রিপোর্ট এলো করোনা পজিটিভ

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ১০:২৭ পিএম, ০৪ মে ২০২০

 

দিনাজপুরের সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর দেশিয়াপাড়া এলাকায় এক ইটভাটা শ্রমিক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে মৃত্যুর আগে ওই ইটভাটা শ্রমিকের করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না বলে পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন।

মৃত ওই ব্যক্তি স্থানীয় একটি ইটভাটায় কাজ করার সময় অসুস্থ হয়ে বমি করতে থাকলে অন্যান্য শ্রমিকরা তাকে পরিবারের কাছে নিয়ে আসেন। পরে পরিবারের সদস্যরা বুকব্যথা ভেবে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর ওই ইটভাটার শ্রমিককে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা যায়, ওই ব্যক্তি হাসপাতালে মারা গেলে হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করে। সেই নমুনার ফলাফলে সোমবার তার করোনা পজিটিভ ধরা পড়ে।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্বাসী মাগফুরুল হাসান বলেন, সদরের চেহেলগাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর এলাকার এক ইটভাটা শ্রমিকের মৃত্যুর তিনদিন পর আজ করোনা পজিটিভ এসেছে। আমরা পুরো গ্রাম লকডাউন করেছি।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ বলেন, গত ১ মে সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের একজন ইটভাটার শ্রমিক কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ করোনায় আক্রান্ত কি-না জানার জন্য নমুনা সংগ্রহ করে। তিনদিন পর সোমবার নমুনার ফলাফলে তার করোনা পজিটিভ এসেছে। এখন আমরা দেখতেছি তিনি কার কার সঙ্গে মেলামেশা করেছেন এবং কোথায় কোথায় গেছেন তাদের চিহ্নিত করে কোয়ারেইন্টানের ব্যবস্থা করা হবে।

এমদাদুল হক মিলন/এএম/এমকেএইচ