ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রংপুরে পুলিশ-কয়েদি নার্সসহ ১৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ০৯:১৩ পিএম, ০৪ মে ২০২০

রংপুরে গত ২৪ ঘণ্টায় পুলিশ, চিকিৎসাধীন কয়েদি ও নার্সসহ ৩ জেলার নতুন করে আরও ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আজকের ১৬ জনসহ রংপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৬ জনে।

সোমবার (৪ মে) রংপুর মেডিকেল কলেজে (রমেক) ১৮৮ জনের নমুনা পরীক্ষায় রংপুর জেলায় ১৪ জন, নীলফামারীর একজন (রমেক হাসপাতালে চিকিৎসাধীন) ও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার একজন করোনা শনাক্ত হয়েছেন।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে রংপুর মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী (৩৫), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের কর্মচারী (২০), গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন নীলফামারী সদরের জুম্মাপাড়ার এক রোগী (৪০), নগরীর কেল্লাবন্দ এলাকার বাসিন্দা রমেক হাসপাতালের স্টাফ নার্স (৪৫), ধাপ চিকলীভাটা এলাকার বাসিন্দা রমেক হাসপাতালের অপর স্টাফ নার্স (৪২), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে চিকিৎসাধীন কয়েদি ঠাকুরগাঁওয়ের বাসিন্দা (৬৫), নগরীর মুন্সিপাড়ার এক ব্যক্তি (৫০), রংপুর জেলা পুলিশ লাইন্সের ৬ সদস্য, নগরীর কামারপাড়ার এক বাসিন্দা ডাচ বাংলা ব্যাংকের কর্মচারী (২৭), সদর উপজেলার পাগলাপীর এলাকার ব্যাংক কর্মকর্তার স্ত্রী (৩০) এবং লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার একজন পুরুষ (৩৫) রয়েছেন।

রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, রংপুর পুলিশ লাইন্সের ২০ জন সদস্য কয়েকদিন আগে তারাগঞ্জ ইসকন মন্দিরে টানা ৬ দিন দায়িত্ব পালন করেন। এসময় কয়েকজন অসুস্থ হয়ে পড়লে ওই ২০ জনকে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে কোয়ারেন্টাইনে রাখা হয়। এরমধ্যে ৬ জনের নমুনা নিয়ে পরীক্ষা করা হলে তাদের করোনা শনাক্ত হয়। পর্যায়ক্রমে বাকি সদস্যদের নমুনা পরীক্ষা করা হবে।

জিতু কবীর/এফএ/পিআর