ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর পদক্ষেপ বিশ্বে দৃষ্টান্ত

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৫:০০ পিএম, ০৪ মে ২০২০

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন, তা বিশ্বে এক অনুকরণীয় দৃষ্টান্ত।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনাভাইরাস মোকাবিলায় কাজ করে যাচ্ছি আমরা। তারই নির্দেশে দরিদ্র ও কর্মহীন মানুষের ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছি।

সোমবার (০৩ মে) ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ও সোনাপুর ইউনিয়নে এক হাজার ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি।

এমপি শাওন বলেন, করোনা পরিস্থিতিতে সততা ও নিষ্ঠার সঙ্গে অসহায়-দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত থাকতে হবে জনপ্রতিনিধিদের। ত্রাণ নিয়ে দুর্নীতি করে কেউই ছাড় পাবেন না।

এ সময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ ও জেলা পরিষদ সদস্য মিশু হাওলাদার প্রমুখ।

জুয়েল সাহা বিকাশ/এএম/পিআর