ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হাসপাতালে নয়, ঘরে থেকেই করোনা থেকে সুস্থ মা-ছেলে

সাভার (ঢাকা) | প্রকাশিত: ০৪:১০ পিএম, ০৪ মে ২০২০

ঢাকার ধামরাই উপজেলায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন বৃদ্ধা মা ও তার ছেলে। করোনাভাইরাস শনাক্তের পর ১৪ দিন বাড়িতে আইসোলেশনে থেকে সুস্থ হন ৬০ বছরের বৃদ্ধা মা ও তার ২৭ বছরের ছেলে।

সোমবার (০৪ মে) দুপুরে ছাড়পত্র দিয়ে তাদের বাড়ি পাঠায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা।

Savar

তিনি বলেন, ধামরাইয়ের হাজীপুর এলাকায় গত ১৬ এপ্রিল ছেলের দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়। দুইদিন পর ১৮ এপ্রিল তার মায়েরও করোনাভাইরাস শনাক্ত হয়। তারা বাড়িতে থেকে চিকিৎসা নিয়েছেন। গত ১৪ দিন বাড়িতে আইসোলেশনে ছিলেন তারা। এর মধ্যে তাদের দুই বার করোনার পরীক্ষা করা হয়। ফলাফল নেগেটিভ আসায় তাদের ছাড়পত্র দেয়া হয়।

এ পর্যন্ত সাভারে ৩২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সাতজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে সোমবার পর্যন্ত তিনজন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।

আল-মামুন/এএম/পিআর