ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঝালকাঠির যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি | ঝালকাঠি | প্রকাশিত: ০২:৫০ পিএম, ০৪ মে ২০২০

ঝালকাঠির নলছিটি উপজেলার খুলনা গ্রামের রুবেল হাওলাদার (২২) নামে এক যুবক করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। রোববার (৩ মে) রাতে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন।

সোমবার (৪ মে) সকালে ইসলামিক ফাউন্ডেশনের একটি দল তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে জানাজা শেষে দাফন করে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রুবেল হাওলাদার উপজেলার খুলনা গ্রামের আবদুর রব হাওলাদারের ছেলে।

নলছিটি থানা পুলিশের ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, রুবেল হাওলাদার ক্যানসারে আক্রান্ত ছিলেন। করোনার উপসর্গ থাকায় গত শনিবার (২ মে) তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। রোববার রাতে সেখানে তার মৃত্যু হয়। করোনার উপসর্গ থাকলেও ক্যানসারে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আতিক/আরএআর/এমকেএইচ