ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পিরোজপুরে ঢাকা থেকে আসা স্বামী-স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ১২:২৪ পিএম, ০৪ মে ২০২০

পিরোজপুরে নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জন। নতুন আক্রান্ত দুইজন স্বামী-স্ত্রী। তাদের বাড়ি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে।

পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগেও শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি জানান, রোববার (৩ মে) রাত সাড়ে ৯টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ল্যাব থেকে নতুন আক্রান্ত দুইজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
শনিবার (২ মে) তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়েছিল।

এদিকে স্বামী-স্ত্রীর করোনা শনাক্তে পর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারী, সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল, সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল, শংকরপাশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপনসহ প্রশাসনের লোকজন আক্রান্তদের বাড়ি গিয়ে তাদের বাড়িটি লকডাউন করেন। পাশাপাশি আক্রান্তদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারী জানান, করোনা আক্রান্ত ওই দম্পতি গত ২ মে ঢাকা থেকে পিরোজপুরে আসেন। সেদিনই খবর পেয়ে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়। আক্রান্তরা ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে তিনি জানান।

আরএআর/এমকেএইচ