ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাঁজা বিক্রির প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৯:৪২ এএম, ০৪ মে ২০২০

নাটোরের নলডাঙ্গায় গাঁজা সেবন ও বিক্রির প্রতিবাদ করায় শাজাহান (৩৬) নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। আহত অবস্থায় তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৩ মে) সন্ধ্যায় উপজেলার পশ্চিম মাধনগর এলঅকায় এ ঘটনা ঘটে। আহত শাজাহান পশ্চিম মাধনগর গ্রামের কিয়ামত আলীর ছেলে।

আহত শাজাহানের স্বজনদের অভিযোগ, চেওখালী গ্রামের আকরাম আলীর ছেলে সেলিম (২৮) এবং মাধনগর কাজিপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে তোতা পশ্চিম মাধনগর এলাকায় গাঁজা সেবন এবং বিক্রি করেন। এ ঘটনায় শাজাহান তাদের ওই এলাকায় গিয়ে গাঁজা সেবন ও বিক্রি করতে নিষেধ করেন। কিন্তু মাধনগরের কতিপয় ব্যক্তির ইন্ধনে রোববার সন্ধ্যা ৬টার দিকে পুনরায় সেলিম ও তোতা গাঁজা বিক্রি করতে পশ্চিম মাধনগর এলাকায় গেলে শাজাহান তাদের নিষেধ করেন। তর্কাতর্কির একপর্যায়ে সেলিমকে থাপ্পড় মারেন শাজাহান। এ সময় সেলিম ও তোতা শাজাহানের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শাজাহানকে উদ্ধার করে নাটোর হাসপাতালে ভর্তি করেছেন।

এ বিষয়ে নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

রেজাউল কিরম রেজা/আরএআর/জেআইএম