ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে করোনাজয় করে বাড়ি ফিরলেন ১৬ জন

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৯:২০ পিএম, ০৩ মে ২০২০

মাদারীপুরে করোনাভাইরাসজয় করে বাড়ি গেলেন আরও দুইজন। এর মধ্যে একজন শিবচরের আরেকজন রাজৈর উপজেলার। রোববার (০৩ মে) দুপুরে বাড়ি ফেরেন তারা।

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন ১৬ জন। বিষয়টি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ মো. রিয়াজুল ইসলাম বলেন, জেলায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্য থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে রোববার আরও দুইজন বাড়ি ফিরে গেছেন। এর মধ্যে শিবচরের একজন মাদারীপুর সদর হাসপাতাল থেকে অন্যজন রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়ি ফিরে গেছেন। এ নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন মোট ১৬ জন।

তিনি বলেন, রোববার পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩৬ জন। ইতোপূর্বে মারা গেছেন দুইজন। বাকিরা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। করোনাজয় করে যারা সুস্থ হয়ে উঠছেন, স্বাস্থ্য বিভাগ তাদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে।

এ কে এম নাসিরুল হক/এএম/এমএস