মৌলভীবাজারে চিকিৎসক করোনা আক্রান্ত
মৌলভীবাজার সদর হাসপাতালের একজন সিনিয়র চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৌলভীবাজার স্বাস্থ্য বিভাগের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত মাসের ২৫ তারিখে ওই চিকিৎসকের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। সেখান থেকে আজ দুপুরে ফোনের মাধ্যমে জানানো হয় তিনি করোনা পজিটিভ।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আহমদ ফয়সল জামান জানান, ওই চিকিৎসক বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন। তার শারীরিক অবস্থা ভালো। আজ আবারও নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয়েছে।
রিপন দে/এফএ/এমএস