ঝালকাঠিতে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত
ঝালকাঠিতে নতুন করে আর দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে একজন নারী ও অপরজন পুরুষ। তারা পৌর এলাকার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট ১১ জন করোনায় আক্রান্ত হলেন।
রোববার (৩ মে) দুপুরে ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে ওই দুইজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা আপাতত সুস্থ থাকায় নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে তারা কিভাবে আক্রান্ত হলেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ওই দুই পরিবারের আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে।
আতিক/আরএআর/পিআর