ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সখীপুরে কৃষকের ধান কাটলেন গ্রামবাসী, উৎসাহ দিলেন চেয়ারম্যান-ইউএনও

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:২৫ পিএম, ০২ মে ২০২০

টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের পাথারপুর গ্রামের দুইজন দুস্থ কৃষকের ধান কেটে দিয়েছেন গ্রামবাসী। সেখানে উপস্থিত থেকে কিছু সময় ধান কেটে সবাইকে অনুপ্রাণিত করেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা।

শনিবার (২ মে) পাথারপুর গ্রামের দরিদ্র কৃষক আবদুস সবুর ও শামীম আল মামুনের ধান কেটে বাড়িতে পৌঁছে দেন গ্রামবাসী। ওই ইউনিয়নের কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অর্ধশত কর্মী ধান কাটায় অংশ নেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা, উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) এরশাদুল আলম, গজারিয়া ইউপি চেয়াম্যান আবদুল মান্নান মিঞা, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও জনতা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ চান মাহমুদ, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল আমিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবুল, ইউনিয়ন কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

jagonews24

সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু বলেন, অনেকেই শার্ট-প্যান্ট পরে ফটোসেশন করার জন্য ধান কাটতে যায়। এটা উচিত নয়। কৃষকের যদি কোনো উপকার না হয় তাহলে অভিনয়ের কোনো দরকার নেই।

গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল আমিন বলেন, গ্রামের আবদুস সবুর একজন বর্গাচাষি। তার এক একর জমি শ্রমিক ও টাকার অভাবে কাটতে পারছিলেন না। আমরা উপজেলা আওয়ামী লীগের নির্দেশে ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীদের নিয়ে দুইজন কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি।

এইচআর/বিএ/এমকেএইচ