ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লকডাউন অমান্য করে যাত্রী বহন, মাঝিসহ ১৩ জনকে জরিমানা

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৯:১৭ পিএম, ০২ মে ২০২০

লকডাউন অমান্য করে ১২ জন যাত্রী নিয়ে চকরিয়া উপজেলা থেকে বান্দরবানের লামা উপজেলায় যাওয়ার সময় একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা আটক করেছে পুলিশ।

শনিবার (০২ মে) মাতামুহুরী নদীর মিনঝিরি এলাকা থেকে নৌকাটি যাত্রীসহ আটক করা হয়। পরে আটক নৌকার মাঝি ও ১২ যাত্রীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

স্থানীয় সূত্র জানায়, চকরিয়া উপজেলা থেকে যাত্রীবোঝাই করে একটি নৌকা লামা উপজেলায় যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে শনিবার মাতামুহুরী নদীপথের মিনঝিরি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় নৌকা, নৌকার মাঝিকে ১২ জন যাত্রীসহ আটক করা হয়।

এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা নৌকার মাঝি হোসেনকে এক হাজার টাকা ও ১২ জন যাত্রীকে ২০০ টাকা করে ২৪০০ টাকা জরিমানা করে পুনরায় চকরিয়ায় ফেরত পাঠিয়ে দেন।

লামা থানা পুলিশের এএসআই রাম প্রশাদ বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সৈকত দাশ/এএম/এমকেএইচ