করোনা ঠেকাতে টাঙ্গাইল কারাগার থেকে চারজনকে মুক্তি
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কম সাজা পাওয়া চারজন কয়েদিকে টাঙ্গাইল কারাগার থেকে মুক্তি দিয়েছে সরকার। শনিবার (০২ মে) ওই চার কয়েদিকে মুক্তি দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইলের জেল সুপার আমান উল্লাহ বলেন, দেশে করোনাভাইরাসের কারণে অপেক্ষাকৃত লঘু অপরাধে কম সাজা পাওয়া কয়েদিদের সারা দেশে সরকারি সিদ্ধান্ত মোতাবেক মুক্তি দেয়ার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিভাগে মোট ২৯ জনকে মুক্তি দেয়া হবে। এরই অংশ হিসেবে শনিবার টাঙ্গাইল জেলখানা থেকে চারজনকে মুক্তি দেয়া হয়েছে। দুপুরে তিনজন মুক্তি পেলেও বাকি একজনের ২০ হাজার টাকা জরিমানা হয়েছিল। এ কারণে জরিমানার টাকা পরিশোধ করে বিকেলে তাকে মুক্তি দেয়া হয়।
তিনি বলেন, মুক্তি পাওয়া কয়েদিদের মধ্যে কারও ছয় মাস থেকে এক বছরের জেল হয়েছিল। তারা সবাই চুরি ও মাদক মামলার আসামি ছিলেন। অপরদিকে দিকে ঢাকা বিভাগের সব জেলাগুলোতে মোট ২৯ জন কয়েদিকে মুক্তি দেয়া হয়েছে।
আরিফ উর রহমান টগর/এএম/এমকেএইচ