খুলনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
খুলনার দিঘলিয়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ইউসুফ আলী খান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) সকাল ৯টার দিকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম জানান, ডায়রিয়া, অ্যাজমা ও শ্বাসকষ্ট নিয়ে ইউসুফ আলী শনিবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালে ভর্তি হন। সকাল ৯টার দিকে তিনি মারা গেছেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানার জন্য নমুনা পরীক্ষা করা হচ্ছে।
ইতোমধ্যে নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে। তার বাড়ি দিঘলিয়া উপজেলা সদরের খেজুরবাগান এলাকায় বলে জানান ডা. মো. মাহবুবুল আলম।
আলমগীর হান্নান/আরএআর/এমএস