ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুর সদরে প্রথম করোনা রোগী শনাক্ত

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৯:৪৮ এএম, ০১ মে ২০২০

মেহেরপুর সদর উপজেলায় প্রথমবারের মতো করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির বাড়ি সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নে। তিনি একজন পুরুষ স্বাস্থ্যকর্মী। বয়স আনুমানিক ৩৫ বছর।

মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, ওই ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে এবং তিনি আইসোলেশনে রয়েছেন।

১৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ওই ব্যক্তির করোনা পজিটিভ পাওয়া যায়। বাকি ১৮ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। ১৮ জনের মধ্যে মুজিবনগর ইউএনওসহ ছয়জন রয়েছেন।

এ নিয়ে মেহেরপুর জেলায় তিনজনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হলো। এদের মধ্যে মুজিবনগর উপজেলার ভবরপাড়ায় করোনায় আক্রান্ত হয়ে ইদ্রিস শাহ নামের একজনের মৃত্যু হয়েছে। জেলায় দুজন রোগী করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

আসিফ ইকবাল/এসআর/এমএস