ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৭:২০ এএম, ১৭ অক্টোবর ২০১৫

পাবনা সদর উপজেলার চর সাধুপাড়া স্লুইচগেট এলাকা থেকে মিজান (১২) নামে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে পাবনা সদর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত মিজান চর সাধুপাড়া গ্রামের হারুন প্রামানিকের ছেলে এবং চর সাধুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার পর থেকে মিজানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি। শনিবার সকালে চর সাধুপাড়া স্লুইচগেট এলাকায় এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির গলাকাটা মরদেহ উদ্ধার করে। পরে স্বজনরা এসে মরদেহটি মিজানের বলে সনাক্ত করেন।

ওসি আব্দুল্লাহ আল হাসান আরো জানান, কারা, কী কারণে মিজানকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। পুলিশ পরিবারের সঙ্গে কথা বলে রহস্য উদঘাটনের চেষ্টা করছে। তবে পারিবারিক কোনো বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এদিকে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

একে জামান/এসএস/এমএস