ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনাভাইরাসে মির্জাপুরের এক নারীর মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ১২:৩১ পিএম, ৩০ এপ্রিল ২০২০

করোনাভাইরাসে টাঙ্গাইলের মির্জাপুরের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, কুয়েত মৈত্রী হাসপাতাল কর্তৃপক্ষ করোনায় আক্রান্ত ওই নারীর মৃত্যুর বিষয়টি তাকে নিশ্চিত করেছে। ওই নারীর মরদেহ ঢাকায় দাফন করা হবে।

উপজেলার ভাওড়া ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন জানান, পরিবারের সদস্যরা তার মরদেহ গ্রহণ না করায় আল মারকাজুল নামে একটি সংগঠন তাকে দাফন করবে বলে পুলিশ জানিয়েছে। ওই নারীর একমাত্র ছেলে দেলোয়ার হোসেন সেনাবাহিনীতে কর্মরত। তিনি বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে রয়েছেন বলে জানান ইউপি চেয়ারম্যান।

ওই নারী উপজেলার উয়ার্শী ইউনিয়নের নবগ্রাম গ্রামের বাসিন্দা। স্বামী মারা যাওয়ার পর পালিত এক মেয়ে নিয়ে ভাওড়া ইউনিয়নের কামাড়পাড়া গ্রামে বাবার বাড়িতে থাকতেন তিনি।

গত রোববার (২৬ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা ছয়জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠান। এর মধ্যে ওই নারীসহ দুইজনের করোনা পজিটিভ ও চারজনের নেগেটিভ রিপোর্ট আসে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বাড়ি থেকে উদ্ধার করে আক্রান্ত যুবককে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ এবং ওই নারীকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠান। পরে ওই দুই বাড়িসহ আশপাশের ১১০ বাড়ি লকডাউন ঘোষণা করা হয়।

আক্রান্তরা ওই যুবকের বাড়ি উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা গ্রামে। তার বয়স ৩০ বছর। মারা যাওয়া ওই নারী ঢাকায় বোনের বাসায় এবং চিকিৎসাধীন যুবক ঢাকায় জুয়েলারি দোকানে থাকতেন।

এস এম এরশাদ/আরএআর/এমএস