ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আজ খুলনায় চিকিৎসকসহ তিনজন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ১০:০০ পিএম, ২৯ এপ্রিল ২০২০

খুলনায় চিকিৎসকসহ আরও তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বুধবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১১৩টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে তিনজন করোনা রোগী শনাক্ত হন।

খুলনা মেডিকেল কলেজের চিকিৎসক মেহেদি নেওয়াজ এই তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের ৩০টি নমুনা আগামীকাল বৃহস্পতিবার পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।

বুধবার করোনা আক্রান্তদের মধ্যে রুপসা উপজেলার কালিবাড়ি এলাকার একজন (৫০), কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার একজন (৩৫) রয়েছেন।

আলমগীর হান্নান/এফএ/এমকেএইচ