ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খাগড়াছড়িতে প্রথম করোনা রোগী শনাক্ত

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৮:২৬ পিএম, ২৯ এপ্রিল ২০২০

দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ৫২তম দিনে খাগড়াছড়িতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশের ৬৩তম জেলা হিসেবে খাগড়াছড়ির দীঘিনালার কামুক্কাছড়া উচ্চ বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা এক যুবকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তিনিই পাহাড়ি জেলা খাগড়াছড়ির প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত হলেন।

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ বলেন, পেশায় পোশাক শ্রমিক ওই যুবক নারায়ণগঞ্জফেরত।

তিনি বলেন, চট্টগ্রামে করোনা পরীক্ষার একমাত্র কেন্দ্র ফৌজদারহাটের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছায়। রিপোর্টে ওই যুবকের শরীরে করোনা পজিটিভ আসে।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. তনয় তালুকদার বলেন, করোনা আক্রান্ত ব্যক্তি পোশাক শ্রমিক। তিনি নারায়ণগঞ্জফেরত। ১৮ এপ্রিল থেকে ওই ব্যক্তি দীঘিনালার ক্যামুক্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। কয়েকদিন আগে তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হলে পজিটিভ আসে।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্ল্যাহ বলেন, নারায়ণগঞ্জফেরত ওই যুবক আসার পর থেকে দীঘিনালার কামুক্কাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। বিভিন্ন এলাকা থেকে আসা আরও ৫০ জন ওই কেন্দ্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন। আক্রান্ত ব্যক্তির মাধ্যমে অন্যদের সংক্রমণ হয়েছে কি-না তাও পরীক্ষা করে দেখা হবে।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/এমকেএইচ