সিংড়া হাসপাতাল লকডাউন
নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্টাফ নার্স ও ল্যাব টেকনোলজিস্ট করোনা আক্রান্ত হওয়ায় হাসপাতালটি লকডাউন করা হয়েছে। এছাড়া হাসপাতালের ১৮ জন চিকিৎসকসহ ৮০ স্টাফকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বন্ধ রাখা হয়েছে হাসপাতালের চিকিৎসাসেবা।
সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম জানান, সিংড়ায় ৫ জন করেনা আক্রান্ত রোগী শনাক্ত হয় মঙ্গলবার রাতে। এরমধ্যে হাসপাতালের স্টাফ রয়েছেন ২ জন। এ দুজনের মধ্যে একজন সিনিয়র স্টাফ নার্স এবং অপরজন ল্যাব টেকনোলজিস্ট।
এই দু’জন মঙ্গলবার পর্যন্ত হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও স্টাফদের সঙ্গে চিকিৎসা সেবা দিয়েছেন এবং মিটিং ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। সে কারণে হাসপাতালের সকল স্টাফকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। একইসঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হাসপাতালের সকল চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।
রেজাউল করিম রেজা/এফএ/এমকেএইচ