টেকনোলজিস্টের করোনা, গাইবান্ধা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগ বন্ধ
গাইবান্ধা জেলা সদর হাসপাতালের এক টেকনোলজিস্ট করোনা আক্রান্ত হওয়ার পর প্যাথলজি বিভাগ বন্ধ ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সিভিল সার্জন এবিএম আবু হানিফ।
তিনি বলেন, জেলা হাসপাতালের প্যাথলজি বিভাগের এই টেকনোলজিস্টের করোনা উপসর্গ দেখা দেয়ার পর তার সংস্পর্শে আসা আরও চারজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয় এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুরে পাঠানো হয়। গতকাল একজনের করোনা পজিটিভ হওয়ার পর প্যাথলজি বিভাগ বন্ধ ঘোষণা করা হয়েছে।
সিভিল সার্জন আরও জানান, প্যাথলজি বিভাগ বন্ধ থাকলেও করোনা উপসর্গ দেখা দেয়া রোগীদের নমুনা সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে। বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করা হবে।
জাহিদ খন্দকার/এফএ/এমকেএইচ