ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় আরও ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ১১:২০ এএম, ২৯ এপ্রিল ২০২০

নওগাঁয় নতুন করে আরও ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে বলে নিশ্চিত করেন নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর এ মোর্শেদ।

এ নিয়ে জেলায় মোট ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হলো।

ডা. মনজুর এ মোর্শেদ জানান, মঙ্গলবার রাতে ইমেইলের মাধ্যমে এ রিপোর্ট পেয়েছেন। যেখানে ২২২ জনের নমুনার মধ্যে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সাপাহারে দুইজন, রানীনগরে পাঁচজন, মহাদেবপুরে দুইজন, পোরশায় একজন, মান্দায় দুইজন ও আত্রাইয়ে তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন।

আব্বাস আলী/আরএআর/পিআর