ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

২৮ জনের করোনা শনাক্তের ৫ ঘণ্টা পর জানানো হলো রিপোর্ট অমীমাংসিত

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ১০:২৫ এএম, ২৯ এপ্রিল ২০২০

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে সাতজন চিকিৎসকসহ ২৮ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করার ৫ ঘণ্টা পর জানানো হলো রিপোর্টগুলো অমীমাংসিত। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় জেলার সিভিল সার্জন এএসএম মারুফ হাসান জানালেন- ২৮ জনের রিপোর্ট নেগেটিভ বা পজিটিভ কোনোটাই নয়।

সিভিল সার্জন বলেন, মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজের ল্যাব থেকে করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট আসে। সেখানে বলা হয় জেলায় ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাত চিকিৎসকসহ ১৯ জনের করোনা পজিটিভ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নার্সসহ ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। জেলায় ২৮ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করার ৫ ঘণ্টা পর জানানো হয় রিপোর্টগুলো অমীমাংসিত রয়েছে। কারণ সেখানে করোনাভাইরাসের নেগেটিভ-পজিটিভ কোনোটিই দেখানো হচ্ছে না। কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে ২৮ জনের নমুনা পুনরায় পরীক্ষার জন্য আইইডিসিআর পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২৮ জনের করোনাভাইরাসে আক্রান্তের রিপোর্ট অমীমাংসিত থাকায় জেলায় বর্তমানে আটজন করোনা রোগী রয়েছে। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সালাউদ্দীন কাজল/আরএআর/পিআর