ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে করোনাভাইরাস : আক্রান্ত আরও চারজন

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ১১:১৪ পিএম, ২৮ এপ্রিল ২০২০

রাজশাহীতে আরও চারজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ল্যাবে নমুনা পরীক্ষায় মঙ্গলবার তাদের করোনা শনাক্ত হয়।

মঙ্গলবার রাতে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি আক্রান্তদের সম্পর্কে কিছু জানাতে চাননি। তাদের বাড়ি কোথায় সেটাও জানাননি তিনি।

গোপেন্দ্রনাথ আচার্য্য বলেন, আমি শুনলাম ঢাকায় পরীক্ষায় রাজশাহীর চারজনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি সিভিল সার্জনকেও জানানো হয়েছে। তিনিই এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারবেন।

জেলা সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, আক্রান্তদের একজনের বাড়ি তানোর উপজেলার হাঁপানিয়ায়। অন্য দুজনের বাড়ি মোহনপুর উপজেলার তসোপাড়া ও হরিদাগাছি গ্রামে। অপরজন পবা উপজেলার স্বাস্থ্যকর্মী।

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা ল্যাব সূত্রে জানা গেছে, এখানে প্রতিদিন ৯৪টি নমুনা পরীক্ষার ব্যবস্থা আছে। কিন্তু অতিরিক্ত নমুনা এলে সেগুলো ঢাকায় পাঠানো হয়।

মঙ্গলবার রামেকের ল্যাবে ৯৪টি নমুনায় পরীক্ষা করতে দেয়া হয়। তবে ফলাফল এসেছে ৭৬টির। বাকি ১৮টি নমুনার গুণাগুণ নষ্ট হয়ে যাওয়ায় কোনো ফলাফল আসেনি। ফলাফল পাওয়া ৭৬টির মধ্যে ৭৫টিই নেগেটিভ। শুধু নওগাঁর সাপাহার উপজেলার এক ব্যক্তির করোনা পজিটিভ ফলাফল এসেছে।

এর আগে গত ১২ এপ্রিল রাজশাহীতে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর ২০ এপ্রিল পর্যন্ত করোনা আক্রান্ত ছিলেন আটজন। ২৬ এপ্রিল সন্ধ্যায় আরও একজন বৃদ্ধের করোনা শনাক্ত হয়। ওই দিনই সকালে রাজশাহীর সংক্রমক ব্যাধি (আইডি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক করোনা রোগী মারা যান। জেলায় এখন করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১২ জনে।

এ পর্যন্ত যাদের সংক্রমণ শনাক্ত হয়েছে তাদের সবার বাড়ি বিভিন্ন উপজেলায়। রাজশাহী নগরীতে করোনা আক্রান্ত কেউ শনাক্ত হননি।

করোনায় এখনও বিপদ কাটেনি উল্লেখ করে লোকজনকে সতর্ক করেছেন রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) হামিদুল হক। সংক্রমণ ঠেকাতে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান তিনি।

ফেরদৌস সিদ্দিকী/এএম/এমআরএম