ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের ১০ জন করোনা আক্রান্ত

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ১০:০৭ পিএম, ২৮ এপ্রিল ২০২০

নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নতুন করে এক চিকিৎসকসহ ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে ওই হাসপাতালের নার্স, ওয়ার্ড বয়, অ্যাম্বুলেন্সচালক ও স্বাস্থ্যকর্মীসহ আরও ৬ জন করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. আসাদুজ্জামান জানান, একজন চিকিৎসক যিনি আউটডোরে নিয়মিত সেবা প্রদান করতেন তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। সঙ্গে আরো নতুন ৩ স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ এসেছে। তারা আইসোলেশনে রয়েছেন।

তিনি বলেন, এর আগে আরও ৬ স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। এ নিয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের সর্বমোট ১০ জন করোনা আক্রান্ত হলেন।

শাহাদাত হোসেন/এফএ/পিআর